Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনের গোলায় পরিণত হলো মার্কিন রকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

বেসরকারি পর্যায়ে তৈরি আমেরিকার একটি মনুষ্যবিহীন রকেট উৎক্ষেপণের পরে তা বিস্ফোরিত হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। রকেটটি কৃত্রিম উপগ্রহ বহনের জন্য তৈরি করা হয়েছিল। সম্প্রতি ক্যালিফোর্নিয়া উপকূলের ভ্যানডেনভার স্পেস ফোর্স বেইজ থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রস্তুতকারীদের আশা ছিল- বেসরকারি খাত থেকে রকেট তৈরি করে তা পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে। কিন্তু উৎক্ষেপণের আড়াই মিনিটের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়। টেক্সাস থেকে প্রকাশিত ‘দ্য অস্টিন’ রকেট বিস্ফোরিত হয়ে আগুনের গোলায় পরিণত হওয়ার ঘটনাকে অস্বাভাবিক ব্যাপার বলে মন্তব্য করেছে। পত্রিকাটি বলেছে, প্রথম ধাপে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে রকেকটি। ব্যান্ডেল চার্চ বেইজ জানিয়েছেন, রকেটের ব্যর্থতার কারণ তদন্ত করতে একটি টিম গঠন করা হয়েছে। নির্মাতা কোম্পানি ফায়ারফ্লাই বলেছে, ‘যদিও আমরা আমাদের এই মিশনের সমস্ত লক্ষ্য অর্জন করতে পারিনি তবে আমরা অনেকগুলো অর্জন করেছি।’ দ্য অস্টিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ