Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ পিএম

কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হারলো বাংলাদেশ। রোববার রাতে বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ফিলিস্তিন ২-০ গোলে হারায় লাল-সবুজদের। শুরু থেকেই ম্যাচ ফিলিস্তিনের নিয়ন্ত্রণে থাকলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল পায় ফিলিস্তিন। এ গোলে দায় আছে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর বদলে মাঠে নামা শহিদুল আলম সোহেলের। সতীর্থের লম্বা পাস ধরে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা সোহেলের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ করেন মাহমুদ। বল ছুটছিল জালের দিকে। শেষ মুহূর্তে টোকা দিয়ে তা নিজ গোলে পরিণত করেন লায়েথ খাহরুভ (১-০)। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল হজম করে লাল-সবুজরা। বাঁ দিক থেকে মাহমুদের ক্রসে বক্সের ভেতর থেকে সামান্য লাফিয়ে হেডে গোল করেন ইয়াসের হামদ (২-০)। ফিলিস্তিন বৃহস্পতিবার প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। বাংলাদেশকে হারিয়ে তারা জয়ে ফিরলো। বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ