মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইসরাইল, তার মধ্যে ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এদিন রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমান বাহিনী এফ—১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক—এম—২ই এবং পান্তশির এস—১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ২১টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। দামেস্কের কাছাকাছি কিছু স্থান লক্ষ্য করে শুক্রবার বিমান হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় সিরীয় প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তৎপর হয়ে ওঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভয়েস অব আমেরিকা জানায়, বিগত দুই সপ্তাহের মাঝে শুক্রবার প্রথম প্রহরে চালানো হামলাটি ছিল দ্বিতীয়। তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সিরীয় সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করে। সিরিয়াকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে অনেক দিন লক্ষ্যস্থল বলে আসছে ইসরাইল। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।