মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগষ্ট মাসে তুরস্কের রফতানি ১ হাজার ৮৯০ কোটি ডলারে পৌঁছেছে। দেশটির ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। শনিবার বার্তা সংস্থা হুরিয়েত ডেইলি নিউজকে দেয়া সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী মেহমেট মুস।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের একই সময়ের তুলনায় তুরস্কের রফতানি ৫২ শতাংশ বেড়েছে। তিনি বলেন, ‘আমাদের রফতানিতে এই শক্তিশালী গতি অর্জনের সাথে, আমরা মহামারী-পূর্ব কর্মক্ষমতাকে ছাড়িয়ে গেছি।’ প্রসঙ্গত, তুরস্কের শীর্ষ রফতানি পণ্যগুলো হচ্ছে পারমাণবিক চুল্লি, বয়লার এবং যন্ত্রপাতি।
অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি (ওইসি) এর পরিসংখ্যান অনুসারে, আগস্ট ২০২১-এ, তুরস্ক জার্মানিতে ৬৩ কোটি ৮০ লাখ, যুক্তরাজ্যে ৫৯ কোটি ৭০ লাখ এবং স্পেনে ৪৭ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। এই দেশগুলোতে পণ্য রফতানি বাড়ায় তুরস্কের বাৎসরিক রফতানি আয়ও অনেক বৃদ্ধি পেয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।