গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় কালাই (৩৫) নামে এক অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) নামে ওই রিকশার দুই আরোহী। আজ রোববার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মতিঝিল শাপলা চত্ত্বরের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশা চালক কালাইকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, ভোরে শাপলা চত্ত্বর এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে। নিহত কালাই শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামের হালেম খানের ছেলে।
তিনি জানান, ঘাতক ট্রাকটি সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আর রিকশাচালকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।