মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানা সমস্যার মধ্যে ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কেন আকাশছোঁয়া? আগে এই প্রশ্নের বাধাধরা জবাব ছিল, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির জন্যই দেশেও জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে৷ কিন্তু সাম্প্রতিক কালে রান্নার গ্যাস বা পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের ওপরে দায় চাপানোরও উপায় নেই৷ কারণ আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণে থাকলেও ভারতে জ্বালানির নাম নিয়মিত ব্যবধানে বেড়েছে৷ এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধির নতুন এক কারণ খুঁজে পেয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের এক বিজেপি বিধায়ক৷
কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লারের মতে, ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য দায়ী তালেবান৷ গত মে মাস থেকে ভারতে জ্বালানির দাম চড়চড় করে বেড়েই চলেছে৷ পেট্রোল ১০০ রুপি লিটার পেরিয়ে গিয়েছে৷ আর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে এখনো এক মাসও হয়নি৷ তার পরও তালেবানকেই দুষছেন বিজেপি বিধায়ক৷
অরবিন্দ বেল্লার নামে ওই বিজেপি বিধায়কের যুক্তি, 'আফগানিস্তানে তালেবানের জন্য সঙ্কট তৈরি হওয়ার পর থেকেই অপরিশোধিত তেলের সরবরাহ কমে গেছে৷ তার ফলেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ মানুষ যথেষ্ট সচেতন, তারা দাম বৃদ্ধির প্রকৃত কারণ বুঝতে পারছেন৷'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।