Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হেরোইন ও টাকাসহ দম্পতি আটক

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

নওগাঁর মহাদেবপুরে ২০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৩ লাখ ৬ হাজার ১শ ৬০ টাকাসহ জুয়েল-মেরিনা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাকির হোসেন জুয়েল উপজেলা সদরের লিচুবাগান পূর্বপাড়ার আশরাফুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মেরিনা আকতার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকের আরও ৮ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টায় ওসি আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ওই দম্পতিকে আটক করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারের পর ওই দম্পতির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেরোইন

২৩ এপ্রিল, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ