মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কড়া ওষুধ গিলে ফেলেছিল এক বছরের শিশু। তার কিছু ক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সে। ২০১৭ সালে ইংল্যান্ডের সেই ঘটনার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। জানা গেল, ওই শিশুর দেহে কোকেন ও হেরোইনের মতো মাদক পাওয়া গিয়েছে।
২০১৭ সালের ২৯ এপ্রিল ইংল্যান্ডের মিডলসব্রোর সল্টারসগিলে মৃত্যু হয় এক বছরের জ্যাকসন কার্টিস হাওয়েলের। জানা গিয়েছে, বাড়ির সোফায় অচৈতন্য হয়ে পড়েছিল শিশুটি। তার দেহ ধূসর বর্ণের হয়ে যায়। এর পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে বাঁচানোর জন্য ঘণ্টা ছয়েক চেষ্টা করার পরে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
এই ঘটনায় জ্যাকসনের বাবা অ্যান্ড্রু ও মা অ্যানির বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছিল। কিন্তু পরে তাদের সব অভিযোগ থেকে মুক্ত করা হয়। সেই সঙ্গে বলা হয় যে, অতিরিক্ত মাত্রায় কড়া ওষুধ খাওয়ার ফলেই ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির।
সম্প্রতি টিসাইড করোনার্স আদালতে এই ঘটনার অনুসন্ধানের রিপোর্ট তুলে ধরতেই জ্যাকসনের মৃত্যুর কারণ প্রকাশ্যে আসে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জ্যাকসনের শরীরে কড়া মাত্রার ওষুধ মারাত্মক পরিমাণে ছিল। পাশাপাশি কোকেন, মরফিন, নিকোটিনও পাওয়া গিয়েছে। এর পিছনে কী রহস্য থাকতে পারে, তা নিয়ে চর্চা চলছে। অনেকের মতে, এই ঘটনার জন্য 'পরিবেশ ঘটিত বিষয়'ও অনেকখানি দায়ী। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।