মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার কোচি বন্দরের শ্রীলঙ্কার পতাকাবাহী একটি মাছ ধরার নৌকা থেকে ২০০ কেজি আফগান হেরোইনের একটি চালান জব্দ করেছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি), কোস্টগার্ড ও দেশটির নৌবাহিনীর সেনাসদস্যরা। এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জব্দকৃত এই হেরোইনের বাজারমূল্য ১ হাজার ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা)। ওই নৌকাটি থেকে ৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ইরানের নাগরিক। এনসিবির জ্যেষ্ঠ কর্মকর্তা সঞ্জয় কুমার সিং এনডিটিভিকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬জন জানিয়েছেন এসব হেরোইন উৎপাদন করা হয়েছে হয়েছে আফগানিস্তানে এবং সেখান থেকে পাকিস্তান হয়ে কেরালার কোচি বন্দরে আসা এই নৌকাটি মূলত একটি ইরানি নৌকা; কোচি বন্দরে শ্রীলঙ্কার নৌকা নোঙ্গর করার অনুমতি থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশয় ইরানি এই নৌকাটিকে শ্রীলঙ্কার নৌকার আকৃতি দিয়েছিল পাচারকারীরা। তিনি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে নৌকাটি আটক ও তল্লাশি চালানার সময় সেটির ভেতর পানি নিরোধক বেশ কয়েকটি স্তর দেখা যায়। এমন ৭টি স্তরে এসব হেরোইনের প্যাকেট থরে থরে সাজানো ছিল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।