নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মুজিব জন্ম শতবার্ষিকী জার্মানি-ট্রেস্ট কনসোর্টিয়াম ফেডারেশন কাপ টেবিল টেনিস (টিটি) প্রতিযোগিতায় ত্রিমুকুট জিতেছে বাংলাদেশ পুলিশ দল। এককে দু’টি এবং দলগতে একটি ট্রফি জিতেছে তারা। আগে নারী দলগতের পর শনিবার আসরের পুরুষ এককে এবং নারী এককের শিরোপাও জিতে নিয়েছে পুলিশ। এদিন পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে পুলিশের মানস চৌধুরী ৪-৩ সেটে ওয়ারী ক্লাবের রামহীম বমকে হারিয়ে শিরোপা জিতেন। অন্যদিকে নারী বিভাগে পুলিশের সাদিয়া রহমান মৌ ৪-৩ সেটে একই দলের সোনম সুলতানা সোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এর আগে বৃহস্পতিবার পুরুষ দলগতে ওয়ারী ক্লাব ৩-২ সেটে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারীদের দলগতে পুলিশ ৩-০ সেটে আবাহনীকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। শনিবার সমাপনী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র। এ সময় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।