নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভালের টেবিল টেনিস (টিটি) ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকন্ঠের ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য রুমেল খান। রানার আপ হন দৈনিক মুখপাত্রের ক্রীড়া সম্পাদক ও বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। গতকাল দুপরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত টিটির ফাইনালে রুমেল ২-০ সেটে শামীমকে হারিয়ে সেরা হন। এই ডিসিপ্লিনে তৃতীয় হয়েছেন আরটিভির ক্রীড়া সাংবাদিক ও বিএসজেসির সদস্য আব্দুল গফুর অরন্য। খেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় টিটি দলের প্রধান কোচ ও সাবেক খেলোয়াড় মোহাম্মদ আলী। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় টিটি দলের তারকা খেলোয়াড় সোনাম সুলতানা সোমা। এসময় বিএসজেসি’র সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস কার্নিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং যুগ্ম সম্পাদক ও স্পোর্টস কার্নিভালের সদস্য সচিব মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র ব্যবস্থাপনায় আয়োজিত এবারের ফেস্টিভালে মোট পাঁচটি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো- দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং। আজ দুপুর ১২টায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যারম খেলা অনুষ্ঠিত হবে। কার্নিভালের বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ীদের ক্রেস্টসহ প্রথমবারের মতো অর্থ পুরস্কারও দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।