নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস ও তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয়ার লক্ষ্যে বর্তমানে নিবিড় অনুশীলনে মগ্ন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস (টিটি) দল। পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংস্কার কাজ চলার কারণে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের দ্বিতীয় তলার ছোট্ট পরিসরে বেশ কিছুদিন ধরে অনুশীলন করছিল লাল-সবুজের টিটি দল। অনুশীলন ভেন্যু দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে এবার টিটি দলের পাশে এসে দাঁড়িয়েছে রকল্যান্ড স্পোর্টস লিমিটেড। দুই গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের অনুশীলনে সহযোগিতা করবে তারা। গতকাল এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ টিটি ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর। তিনি বলেন, ‘শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এখন সংস্কার কাজ চলছে। তাই আমরা এনএসসি টাওয়ারস্থ অডিটরিয়ামের লনে এতদিন অনুশীলন করেছি। যা মানসম্মত নয়। স্পেশাল টেকনিক কোচ নিয়ে দীর্ঘ সময় অনুশীলন করা যায়, এমন একটা ভেন্যুর খোঁজে ছিলাম আমরা। অবশেষে রকল্যান্ড স্পোর্টসকে পেলাম। জাতীয় স্বার্থে তারা এগিয়ে এসেছে। তাদের ধন্যবাদ জানাচ্ছি। আসন্ন কমনওয়েলথ গেমস ও ইসলামিক গেমসের জন্য প্রকৃত অনুশীলন ভেন্যুর অভাবটা এবার দুর হবে তাদের সহযোগিতায়।’ গ্রীন বনশ্রী সংলগ্ন মোস্তম মাঝি এলাকায় রকল্যান্ড স্পোর্টস লিমিটেড জিমন্যাশিয়াম। এখন থেকে এখানে নিজেদের প্রস্তুতি সারবেন বাংলাদেশ টিটি দলের খেলোয়াড়রা। মুনীর যোগ করেন, ‘রকল্যান্ডে না আসলে বিশ্বাস করতে পারতাম না বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা স্পোর্টস একাডেমি গড়ে উঠতে পারে।’ রকল্যান্ড স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুজ্জামান সুমন বলেন, ‘আমাদের এখানে সুইমিং পুল, আন্তর্জাতিক মানের জিমন্যাশিয়াম এবং ফুটসাল মাঠেরও সুব্যবস্থা রয়েছে। আছে উন্নতমানের আবাসনের ব্যবস্থাও। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুবই কম দেখা যায়।’ তিনি যোগ করেন, ‘জায়গার অভাবে জাতীয় টেবিল টেনিস দলের অনুশীলনে সমস্যা হচ্ছে। জাতীয় স্বার্থে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই ইনডোরে দশ হাজার স্কয়ার ফিটের জায়গা রয়েছে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও কারাতের অনুশীলনের ব্যবস্থাও আছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।