নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে রোববার মাঠে নামছে বাংলাদেশ। বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ফিলিস্তিনকে মোকাবেলার আগে শনিবার সকালে ম্যাচ ভেন্যুতে শেষ মূহূর্তের অনুশীলন সারে বাংলাদেশ দল। এক ঘন্টার অনুশীলন শেষে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলের ফুটবলাররা ফিলিস্তিন ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত আছেন এবং এই টুর্নামেন্টে বাংলাদেশকে নতুন এক পদ্ধতিতে খেলাবেন ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে। তিনি বলেন,‘আমরা ত্রিদেশীয় টুর্নামেন্টে নতুন এক পদ্ধতিতে খেলবো। আর এটা কার্যকর হলে এই পদ্ধতি অব্যাহত থাকবে।’ তবে নতুন পদ্ধতি সম্পর্কে কিছু জানাননি লাল-সবুজের অধিনায়ক।
আগামী মাসে মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে বেশ গুরুত্বপূর্ণ দিচ্ছেন জামাল ভূঁইয়া। এ আসর নিয়ে তিনি বলেন,‘এক মাসেরও কম সময় বাকি সাফ চ্যাম্পিয়নশিপের। আমরা মূলত সাফের প্রস্তুতির জন্যই ত্রিদেশীয় টুর্নামেন্ট ও একটি প্রীতি ম্যাচ খেলতে কিরগিজস্তানে এসেছি। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প সময়ের মধ্যে সাফের প্রস্তুতি শেষ করা। তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সাফ প্রস্তুতির জন্য কিরগিজস্তানে তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দলের কোন জায়গায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে তা এই ম্যাচগুলো শেষে বোঝা যাবে। বিশকেকে আমরা সবাই ফিট এবং ভালো আছি।’
রোববারের ম্যাচ ও প্রতিপক্ষ নিয়ে জামাল বলেন, ‘ফিলিস্তিন শক্তিশালী দল। তারা সেটপিসে ভালো। স্বাগতিক দলের বিপক্ষে তাদের ম্যাচটি আমরা দেখেছি। দুই দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নিয়েছি। সেগুলো নিয়ে আজ (শনিবার) আমরা অনুশীলন করেছি, কোচের সঙ্গে আলোচনা করেছি। কোচ আমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আছি টুর্নামেন্টের জন্য।’
কোচ জেমি ডে বলেন,‘ফিলিস্তিন বেশ ভালো একটি দল। কিরগিজস্তানের বিপক্ষে শুক্রবার তাদের ম্যাচ দেখেছি আমরা। আমি মনে করি ফিলিস্তিন ও কিরগিজদের বিপক্ষে ম্যাচ খেলে সাফ প্রস্তুতিতে আমাদের সহায়ক হবে।’
২৩ সদস্যের বাংলাদেশ দলে চার জন নতুন ফুটবলার রয়েছেন। এদের মধ্যে দুই জন প্রবাসী ও দুই স্থানীয় খেলোয়াড়। এই চার নতুন মুখের আজই অভিষেক হচ্ছে কিনা? এ ব্যাপারে বাংলাদেশ কোচ বলেন, ‘অবশ্যই নতুনদের খেলার সুযোগ দেয়া হবে। নতুনরা প্রত্যেকে অন্তত একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।’
বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে। যার মধ্যে চারটিতেই হেরেছে লাল-সবুজরা। একমাত্র ড্র’টি আছে এএফসি চ্যালেঞ্জ কাপে। ২০০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ১-১ ব্যবধানে ড্র করেছিল ফিলিস্তিনের সঙ্গে। ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে স্বাগতিক কিরগিজস্তানের ফিফা র্যাঙ্কিং ১০১। তাদের একধাপ নিচেই আছে ফিলিস্তিন (১০২)। আর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮। পরশু উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভসূচনা করে কিরগিজস্তান। টুর্নামেন্টে বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবেন জামাল ভূঁইয়ারা। দলকে উৎসাহ যোগাতে বর্তমানে কিরগিজস্তানে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে সঙ্গী করে সালাউদ্দিন গত বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যান। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বাফুফে বসকে কিরগিজস্তানে পেয়ে জাতীয় দলের ফুটবলাররা বেশ আনন্দিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।