বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টান টান উত্তেজনা ও সরকার দলীয় দুটি গ্রুপের অংশগ্রহনে দিনাজপুর আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে জেলা আওয়ামীলীগের একটি অংশ কর্তৃক সমর্থিত বর্তমান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মাজহার-সাইফুল পরিষদ এবং আমিন-অহিদুল পরিষদ প্রতিদ্বন্ধিতা করছে। মোট ১৫টি পদে একজন স্বতন্ত্র প্রাথীসহ মোট ৩১ জন ভোট যুদ্ধে রয়েছেন।
দিনাজপুর আইনজীবি সমিতি ভবনে সকাল শনিবার সকাল ১০ টায় ভোট গ্রহন শুরু হয়। শেষ হবে বিকেল ৩ টায়। ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতবারের নির্বাচনের পরপরই অপ্রীতিকর ঘটনার কারনে এবার ভোট পরিচালনাকারী কর্তৃপক্ষের অনুরোধে আইনজীবি সমিতিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আইনজীবিদের কাছে এবারের নির্বাচনটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান কার্যনির্বাহী কমিটি করোনার আগে ক্ষমতা গ্রহনের পরপরই সাবেক কমিটির বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ তুলেন। বিষয়টি শেষ অবধি দুদক কর্তৃক তদন্তের পর্যায়ে পৌচেছে। অপরদিকে সদ্য ক্ষমতাচ্যুত কমিটির সাধারন সম্পাদক অহিদুল ইসলাম এর নেতৃত্বাধীন প্যানেলটিও শক্তিশালী। এছাড়া ক্ষমতাচ্যুত কমিটির সভাপতিসহ ৩০ আইনজীবির সদস্যপদ বাতিলের সুপারিশ করার পর ভোটার তালিকা থেকে বাদ দেয়ার ঘটনাটি বেশ আলোচিত হয়। সবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে শেষ মুহুর্তে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হয়। এরা সকলেই মূলত আমিন – অহিদুল প্যানেলের সমর্থক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।