Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সিলেট-৩ আসনের উপনির্বাচন

উচ্চ আদালতের নির্দেশনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৫:১৮ পিএম

গোলাক ধাঁধাঁয় ঘোরপাক খাচ্ছে সিলেট -৩ আসনের উপনির্বাচন। প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে স্থগিত হয়ে, সৃষ্টি হয় এমন অবস্থা। কবে, কখন হবে নির্বাচন এ নিয়ে শেষ নেই কৌতূহলের। অবশেষে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। এ ব্যাপারে উচ্চ আদালত থেকে নির্বাচন কমিশন (ইসি) পেয়েছে একটি নির্দেশনা। নির্দেশনায় আদালত বলেছেন, ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে সিলেট-৩ আসনে উপনির্বাচন করতে পারবে ইসি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। জানা গেছে, গত ২৮ জুলাই সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা -ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনের তারিখ ধার্য্য ছিল। কিন্তু করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই দিন উপনির্বাচন থামাতে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ও নির্বাচনী এলাকার সাতজন ভোটার গেল ২৬ জুলাই রিট করেন হাইকোর্টে। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুহাম্মদ মনির রিটটি দায়ের করেন। শুনানি শেষে আদালত ৫ আগস্ট পর্যন্ত উপনির্বাচন স্থগিত রাখতে আদেশ দেন। এরপর গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) আবারও রিটের শুনানি হয়। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, আদালত রিটটি নিষ্পত্তি করে আগামী ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে সিলেট-৩ আসনে উপনির্বাচন করার আদেশ দিয়েছেন। এর আগে, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের নির্বাচিত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফলে শূন্য হয় আসনটি। ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে প্রধান নির্বাচন কমিশনার উপনির্বাচন আয়োজনে আরো ৯০ দিন সময় বর্ধিত করেন। এরপরই ২৮ জুলাই ভোটগ ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ নির্বাচন

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ