Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কবিতার জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১০:৩৪ এএম

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে ১৬০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ৩৪৩ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে একটানা বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়।

এ ভোটগ্রহণ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমের নির্বাচন কন্ট্রোলরুম থেকে রাত সাড়ে ৯টার দিকে বেসরকারি আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাকে বিজয়ী ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ নির্বাচন

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ