বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট-৩ আসনে উপনির্বাচনে অংশ গ্রহণকারী ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন অফিস। আজ শুক্রবার (২৫ জুন) সকালে বরাদ্দকৃত প্রতীকের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, আতিকুর রহমান আতিক দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া দলীয় প্রতীক ডাব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটরগাড়ি (কার)। এদিকে প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন না জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। প্রতীক বরাদ্দের পর তার পক্ষের লোকজন সংগ্রহ করেন বরাদ্দকৃত প্রতীক। বিষয়টি নিশ্চিত করেন সিলেটের নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, উৎসব মুখোর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে সিলেট-৩ আসনের উপনির্বাচনে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৪জন প্রার্থী।
আগামী ২৮ জুলাই অনুষ্টিতহবে এ আসনে ভোট গ্রহণ। মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।