বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ও দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।
গত ১৮ ই আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনজিল আলী সরকারের মৃত্যুতে সৃষ্ট শুন্যতা পুরনের জন্য এই তৎপরতা ।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, বিধি মোতাবেক উপনির্বাচন হবে তবে এখনো তিন তারিখ বলা সম্ভব নয়।
তবে তারিখ ঘোষণা হোক অথবা না হোক সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ নির্বাচনে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে।
সম্ভাব্য প্রাথীদের মধ্যে যাদেরবনাম শোনা যাচ্ছে তারা হলেন, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও সভাপতি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী , উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ ।
তবে বিএনপি এই নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে কি না তা' স্থানীয় নেতা কর্মিরা বলতে পারছেনা। তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরুর নাম শোনা যাচ্ছে বলে দলের ভেতরে গুঞ্জন শোনা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।