Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের ভোট দিতে পারলেন না জাপার আতিক!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫২ এএম | আপডেট : ১২:১১ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২১

আঙ্গুলের চাপ সংক্রান্ত জটিলতার কারণে ভোট দিতে পারলেন না জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের চাপ ম্যাচিং হয়নি তার। তবে নির্বাচন কর্মকর্তারা ঘন্টা দু’য়েক পর আবারও ভোট দিতে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন তাকে। আতিকুর রহমান আতিক বলেন, শনিবার সকাল ১০টার দিকে আতিক রেবতি রমন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় তার আঙ্গুলের চাপ না মিলায় ভোট দেয়া হয়নি তার। এসময় কেন্দ্রে দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য জাপার প্রার্থী আতিককে অনুরোধ করেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে আতিক ভোট দিতে না পারলেও নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন তাদের। সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব আর স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী ভোট প্রদান করেনদাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে। এর আগে সকাল ৮ টায় সিলেট-৩ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অপ্রত্যাশিতভাবে কম।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ নির্বাচন

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ