মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পত্নী আফগানিস্তানে আহত হয়ে বর্তমানে মেরিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন সৈন্যদের বৃহস্পতিবার দেখতে যান। মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার চার দিন পর তিনি আহত সৈন্যদের দেখতে গেলেন। হোয়াইট হাউস জানায়, ‘বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আহত যোদ্ধাদের সাথে সাক্ষাত করেন।’ তিনি হাসপাতালে কিছু সময় কাটালেও এ সফরের বিষয়ে মার্কিন প্রশাসন বিস্তারিত আর কিছু জানায়নি। মার্কিন সংবাদমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, ওয়াশিংটনের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত হাসপাতালে চিকিৎসারত অন্যদের মধ্যে বিদেশি নাগরিক ও আফগান মিত্রদের সরিয়ে নেয়ার সময় কাবুল বিমানবন্দরে ২৬ আগস্ট হামলায় আহত এক ডজন মার্কিন সৈন্য রয়েছেন। রোববার বাইডেন ও তার পত্নী জিল এ হামলায় নিহত ১৩ মার্কিন সৈন্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আইএস-খোরাসানে ওই হামলার দায় স্বীকার করে। তাদের যোদ্ধার চালানো এক আত্মঘাতী হামলায় তারা শতাধিক মানুষ নিহত হওয়ার দাবি করে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।