বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে নদীতীরবর্তী বগুড়ার ৩ উপজেলার ৬০ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বৃদ্ধির কমে আসছে । তা' সত্ত্বেও দুপুরে বগুড়ার সারিয়াকান্দী উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
গত কয়েক দিন ধরে যমুনার পানি বৃদ্ধির কারণে বগুড়ার সারিয়াকান্দী , সোনাতলা ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বগুড়া জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এই ৩টি উপজেলায় ৯৮ টি গ্রামের ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সারিয়াকান্দি উপজেলা। এই উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। ফসলের ক্ষতিও হয়েছে অন্য ২টি উপজেলার চেয়ে অনেক বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।