Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চিলিকে হারিয়ে জয়রথ ধরে রাখলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৫ এএম

বৈশ্বিক করোনা মহামারীর কারণে ইংল্যান্ডের লাল তালিকাভুক্ত দেশ ব্রাজিল। করোনায় গ্রেট ব্রিটেনের বাড়তি প্রটোকলের ঝামেলায় পড়ে অনেক তারকা ফুটবলার ছাড়াই কোনরকম জোড়াতালির একাদশ সাজিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে হয় ব্রাজিলকে। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের অভাব মাঠেও হাড়েহাড়ে টের পেয়েছে সেলেসাওরা। প্রতিপক্ষের মাঠে চিলিকে হারিয়েছে বটে, তবে ঘাম প্রচন্ড ঘামও ঝড়াতে হয়েছে তিতের শিষ্যদের।

আজ (শুক্রবার) বিশ্বকাপ বাছাইপর্বের সপ্তম রাউন্ডের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের বাদে খর্বশক্তির ব্রাজিল মিস মহড়ার ম্যাচে দ্বিতীয়ার্ধে এভারটন রিবেইরার একমাত্র গোলে জয় পেয়েছে। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে সাত ম্যাচের সবকটিই জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ