Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশজনের ভেনেজুয়েলার বিপক্ষে জিতলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫২ এএম

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। দশজনের ভেনেজুয়েলাকে তারা হারিয়েছে ৩-১ গোলে। এর মধ্য দিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকলো কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

পাশাপাশি এই জয়ে বাছাইপর্বের ৬ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মেসি-দিবালারা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইস মার্টিনেজ। বাকি সময় দশজন নিয়েই খেলে তারা।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজ গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে নামা জোয়াকুইন কোরেরা (৭১ মি.) ও অ্যাঙ্গেল কোরেরাও (৭৪ মি.) পান গোলের দেখা। তাতে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। অবশ্য ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) পেনাল্টি থেকে ভেনেজুয়েলার ইয়েফেরসন সতেলদো গোল করে ব্যবধান কমালেও ৩-১ ব্যবধানের হার এড়াতে পারেননি।

অবশ্য প্রত্যাশিত জয়টিই পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কারণ, এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১৪ বার ভেনেজুয়েলার মুখোমুখি হয়ে মাত্র ১ বার হেরেছিল আর্জেন্টিনা।



 

Show all comments
  • Md Mahabub Hasan ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ এএম says : 0
    ~পৃথিবীর সেরা টিম ভেনেজুয়েলা কে হারালো দুর্বল আর্জেন্টিনা
    Total Reply(0) Reply
  • ফিরোজ মোল্লা ফিরোজ মোল্লা ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ এএম says : 0
    ১১ জন হলো কি বাবে সেটা চোখে পরেনাই শিরোনাম মারায়
    Total Reply(0) Reply
  • Shahriar Alam Shahin ৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ এএম says : 0
    11 জন থাকলে কি হারতো?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ