Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিরগিজস্তানে কাজী সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৪ পিএম

ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলারদের উৎসাহ যোগাতে এখন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুর ১টা ১০ মিনিটে কিরগিজস্তানে এসে পৌঁছান বাফুফে বস। তার সঙ্গে আছেন বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ও

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। এদিন শুরু হয়েছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে শুরু হওয়া স্বাগতিক কিরগিজ জাতীয় দল ও ফিলিস্তিনের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি এখন উপভোগ করছেন লাল-সবুজরা। শুক্রবার জামাল ভূঁইয়ারা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাঠের অনুশীলনে ঘাম ঝরাবেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিম সেশনে অংশ নেবেন তারা।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে। ব্রিটিশ কোচ জেমি ডে’র দল স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর। এছাড়া ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবেন জামাল ভূঁইয়ারা। অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের।কিরগিজস্তান ও বাংলাদেশের সময় একই। টাকার মানও এক। বাফুফের মিডিয়া অফিসার হাসান মাহমুদ জানান, কিরগিজস্তানে করোনাভাইরাস নিয়ে এতটা আতঙ্ক নেই। তাই বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হয় নাই। এখানে সাধারণ মানুষের মুখে মাস্ক নেই। ফলে বাংলাদেশের ফুটবলারদেরও মাস্ক ব্যবহারে বিধিনিষেধ নেই। আর স্টেডিয়ামে ৮০ ভাগ দর্শক প্রবেশের অনুমোদন আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ