বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাও,আব্দুল হক আজাদ বলেছেন, করোনা নয় ষড়যন্ত্রের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সাতমাথায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই কথা বলেন।
তিনি বলেন, জাতিকে শিক্ষা বিমুখ করার চক্রান্ত পরিষ্কার। তাই অবিলম্বে মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নাহলে আন্দোলনের ডাক আসবে সরকারের বিরুদ্ধে। সমাবেশে বক্তব্য সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মাও, মামুনুর রশীদ। বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি প্রভাষক শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।