মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল জেন মার্ক মিলি জানিয়েছেন, ভবিষ্যতে সন্ত্রাস দমনে তালেবানের সঙ্গে সমন্বয় করা হতে পারে। তিনি তালেবান সম্পর্কে বলেন, তারা ভবিষ্যতে পরিবর্তিত হবে কিনা তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলন করেছেন জেনারেল মিলি এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর এই প্রথম তারা প্রকাশ্য মন্তব্য করলেন। অস্টিন জানান, ভবিষ্যতে তালেবানদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কোন ভবিষ্যদ্বাণী করতে চান না তিনি। তবে আইএসকে নামের জঙ্গিগোষ্ঠিটিকে পর্যবেক্ষণ করতে এবং তাদের নেটওয়ার্ক বুঝতে সম্ভাব্য সবকিছুই কর্মকর্তারা করবেন বলেও মন্তব্য করেন অস্টিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।