Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জামদানি’ সিনেমায় রোশানের নায়িকা শিবা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৯ পিএম

অনুদানের সিনেমা ‘জামদানি’তে নাম লেখালেন চিত্রনায়ক জিয়াউল রোশান। সিনেমাটিতে তার বিপরীতে কাজ করবেন অভিনেত্রী শিবা আলী খান। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা। খুব শিগগির সিনেমার অন্যান্য কাস্টিং চূড়ান্ত করা হবে। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পেয়েছে।

এ প্রসঙ্গে নায়ক রোশান জানান, ‘‘জামদানি’ ঘিরে একটি পল্লী, একজন ছেলের স্বপ্ন ও বিশ্ববাজারে জামদানীর বিস্তার নিয়েই ‘জামদানি’ সিনেমার উপজীব্য। এখানে আমিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিবে।’

অভিনেত্রী শিবা বললেন, ‘‘জামদানী’ সিনেমার গল্পটা আমাকে খুব টেনেছে। এ ধরনের ভালো একটি কাজের সঙ্গে থাকতে পারাটা ভাগ্যের ব্যাপার। চ্যালেঞ্জিং একটি চরিত্র। দর্শকরা কাজটি পছন্দ করবেন আশা করছি।’

মোস্তফা মননের কাহিনীতে বাংলাদেশ বিভিন্ন জামদানি পল্লী এবং জামদানি ইতিহাস গবেষণা করে নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ এক বছর ধরে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল।

নির্মাতা রাসেল বলেন, ‘গল্পটি নিয়ে আমাকে প্রচুর ভাবতে হয়েছে। জামদানি যেন কোনো তথ্যচিত্র না হয়ে যায়, সেই জন্য অনেক সতর্কতা মেনে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। জামদানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্য থেকেই আমরা চরিত্রগুলো বাছাই করেছি। ফিকশন ও বাস্তবতার মিশেলে কাজ করেছি। কাজটি করতে গিয়ে আমাদের মনে হয়েছে, জামদানি নিয়ে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে।’

সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এখন পুরোদমে চলছে। ১০ অক্টোবর শুটিং শুরু হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লিতে বেশির অংশের শুটিং হবে। কিছু শুটিং এফডিসি ও ঢাকার আশপাশে হবে।

বর্তমানে রোশানের বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। যার মধ্যে ‘আশীর্বাদ’, ‘চোখ’, ‘রিভেঞ্জ’ অন্যতম। করোনার মধ্যেও তিনি থেমে ছিলেন না। কঠোর লকডাউনের আগ পর্যন্ত ব্যস্ত ছিলেন তার নতুন সিনেমা ‘রিভেঞ্জ’র কাজ নিয়ে। নতুন এ সিনেমায় রোশানের সহশিল্পী বুবলী। অন্যদিকে শিবা আলী খান এর আগে শাকিব খানের সাথে ‘অপারেশন অগ্নিপথ’ নামে একটি ছবিতে কাজ করেছেন। তবে সেই ছবিটি শেষ হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ