বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকা থেকে ওই গৃহবধূর জবাইকৃত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুমা আক্তার (৩৫) দক্ষিণ রাজাশন এলাকা মহিউদ্দিন মোল্লার কন্যা। তার স্বামী মোশারফ হোসেন সিঙ্গাপুর প্রবাসী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা পুলিশে জানায়, দক্ষিণ রাজাশন এলাকার সিঙ্গাপুর প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রীকে রাতের বেলা কে বা কারা জবাই করে হত্যা করে মরদেহ নিজ বাড়িতে ফেলে রেখে গেছে। পরে পুলিশ গিয়ে ওই নারীর জবাইকৃত মরদেহটি উদ্ধার করে। দূবৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে।
তিনি জানান, টিনসেড বাড়িতে মাঝে মধ্যে এসে মেয়েকে নিয়ে থাকতো রুমা। রাতে বাড়িতে কারা এসেছিলো তা পুলিশকে জানাতে পারেনি ভাড়াটিয়ারা।
ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেন তিনি।
নিহত রুমার চাচা মো: ইব্রাহিম জানান, রুমা মিরপুরে শ্বশুড় বাড়িতেই থাকেন। পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে টিনশেড বাড়ি বানিয়ে তা ভাড়া দিয়েছিলো। মিরপুর থেকে আসলে এই বাড়ির একটি কক্ষে মেয়েকে নিয়ে থাকতো।
সম্প্রতি এই বাড়ি আসেন রুমা। তার মেয়ে খালার বাড়িতে বেড়াতে যাওয়ায় রাতে রুমা একাই ছিলো।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুর্বওরা কি কারণে ওই নারীকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া হত্যাকারীদের সনাক্ত ও তাদের আটকে চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।