মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদ এলাকার বিভিন্ন জেলায় রহস্যময় জ্বরে গত দশদিনে ৫৩ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। রাজ্যের পূর্বাঞ্চলের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও শতাধিক রোগী। তারা কেউই করোনা সংক্রমিত নন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনেকে জানিয়েছেন জ্বরের সাথে শরীরে তীব্র ব্যাথা, মাথা ব্যাথা, ডিহাইড্রেশন ও বমি ভাব হয়। সেই সাথে হাতে-পায়ে লালচে ফুসকুড়ি উঠতেও দেখা গেছে। আগ্রা, মথুরা, মাইনপুরী, ইথা, কাশগঞ্জ ও ফিরোজাবাদের চিকিৎসকরা জানিয়েছেন ডেঙ্গু ও মশাবাহিত ইনফেকশন থেকেই এই রোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফিরোজাবাদ মেডিকেল কলেজে রোগী ভর্তি হওয়ার সংখ্যা আতঙ্কিত হওয়ার মতো।
ফিরোজাবাদের জেলাশাসক চন্দ্রবিজয় সিংহ জানিয়েছেন, এখন ১৮৬ জন জ্বর নিয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এজন্য আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি এবং বেসরকারি সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। এরইমধ্যে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র: এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।