Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির ১০ নম্বর জার্সি এখন ফাতির গায়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৭ পিএম

একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে বার্সেলোনা। দলবদলে এক রাশ বিস্ময় ছড়ানো দলটি এবার আরও একটি চমক উপহার দিল। লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে খেলবেন দলের তরুণ তারকা আনসু ফাতি। বুধবার এমন ঘোষণাই দিয়েছে কাতালান ক্লাবটি। মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকেই আলোচনা কে পরবেন তার ১০ নম্বর জার্সি।

শুরু থেকে উঠে আসছিল নানা নাম। আবার অনেকে চেয়েছিলেন মেসির সম্মানে এ জার্সি তুলে রাখা হোক। কিন্তু শেষ পর্যন্ত মেসির জার্সি পরে খেলার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে ক্লাবটি! ফুটবলে এমনিতেই ১০ নম্বর জার্সির ওজন অনেক বেশি। দলের সেরা তারকাকেই এটা দেওয়া হয়। তার উপর বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি এ জার্সি পরে গড়েছেন নানা কীর্তি। তাই এর ওজন বেড়ে গিয়েছে আরও। বাড়তি চাহিদা থাকবেই সমর্থকদের। থাকবে ক্লাবেরও। তাই কাজটা বেশ কঠিনই।

এর আগে মেসির ১০ নম্বর জার্সি পরে খেলার জন্য সের্জিও আগুয়েরোকে অনুরোধ করেছিলেন দলের দ্বিতীয় অধিনায়ক জেরার্দ পিকে। কিন্তু এ জার্সি পরার স্পর্ধা দেখাননি এ আর্জেন্টাইন। কারণ জানেন এ ভার কতোটুকু। প্রস্তাব পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোও। তিনিও এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে ফাতি নিয়েছেন চ্যালেঞ্জটা। বার্সেলোনায় অভিষেকের সময় ৩১ নম্বর জার্সি পরে খেলেছিলেন ফাতি। গত মৌসুমে অবশ্য খেলেছেন ২২ নম্বর জার্সি পরে। এবার অবশ্য ১৭ নম্বর জার্সি পরে খেলার কথা ছিল। কিন্তু সিনিয়র খেলোয়াড়রা কেউ ১০ নম্বর জার্সি পরে খেলার সাহস না দেখালেই তাকেই প্রস্তাব দেয় কর্তৃপক্ষ।

শুধু মেসিই নয়, বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন অনেক কিংবদন্তি খেলোয়াড়। মেসির ঠিক আগেই পরেছেন রোনালদিনহো। এর আগে রিভালদো, পেপ গার্দিওলা, রিস্টো স্টইচকভ, গিওর্গি হাজি, রোমারিও, ডিয়েগো ম্যারাডোনা ও ইউসেবিওরা পড়েছেন এ জার্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ