বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে রহস্যজনকভাবে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন অংশে আগুন দিয়ে অর্ধলক্ষ টাকা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন্দর ব্যবসায়ীদের মাঝে। বুধবার ভোররাতে পৌর শহরের ২ নং ওয়ার্ডে নতুন বাজার এলাকার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতিপূর্ণ ওই ব্যবসায়ী পট্রিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে ভাড়াটিয়া বাসার ব্যাচেলর সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে মুক্তা গ্যাস এ্যান্ড থাই এ্যালমুনিয়ামের দোকানে আগুন দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে সেখানে দোকান মালিক আহসান উপস্থিত হলে দোকানের অভ্যন্তরে ক্যাশ ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এছাড়া ওই দোকান ঘরের তিন অংশে আগুন ধরিয়ে দেয়ার কাজে ব্যবহৃত কেরোসিন’র বোতল খুঁজে পান প্রত্যক্ষদর্শীরা।
মুক্তা গ্যাস এ্যান্ড থাই এ্যালমুনিয়াম দোকান ঘরের মালিক আহসান হাওলাদার জানান, দূর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের তিন অংশে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দোকানের দোতলার উপরে ভাড়া থাকা ব্যাচেলর সদস্যরা আগুন দেখে ডাকচিৎকার দিলে আমার দোকানের কর্মচারীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টাকা চুরির পরে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা প্রমাণ লোপাট করার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করছেন তিনি। এদিকে আগুন ছড়িয়ে গেলে গোটা ব্যবসায়ী পট্রি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিলো বলে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিভাবে আগুন লেগেছে এর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।