Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর নুরু খাঁ হত্যা মামলার দুই আসামী ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১:৫৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর নুরু খাঁ হত্যা মামলার অন্যতম আসামী বশির ও জামাল হাওলাদারকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


শুক্রবার রাতে রায়েরবাগ এলাকা থেকে মো. বশির হাওলাদার (৩২) ও মো. জামাল হাওলাদারমে (২৫) গ্রেপ্তার করে র‍্যাব-১০।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের এই কর্মকর্তা জানায়, গত ২৫ জুলাই পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু খাঁ (২৫) নামের এক ব্যক্তিকে বশির ও জামাল হাওলাদারসহ বেশ কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে।


পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নুরু খা’কে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।


গ্রেপ্তার আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ