Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে অকস্মাৎ টর্নেডোতে ব্যবসায়ী নিহত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় আকস্মিক টর্নেডোতে শাহিন হাওলাদার (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে সনিয়া আক্তার (১৭) আহত হন। গত রোববার দুপুর দেড়টার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় ৪০ সেকেন্ড এর হঠাৎ দমকা বাতাসে তিনটি ঘরের চালা উড়ে যায়। এ সময় নদীতে গোসলরত অবস্থায় শাহিনের গলায় টিনের আঘাত লেগে গলা কেটে গিয়ে তার মৃত্যু হয়। শাহিন চরপাড়া এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে। সে পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। শাহিনের এক স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, হঠাৎ টর্নেডোতে দুইজন আহত হলে, তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালীতে অকস্মাৎ টর্নেডোতে ব্যবসায়ী নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ