মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাবালককে বিয়ে করে দিনের পর দিন জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর। অভিযুক্ত তরুণী সেখানকার কোয়েম্বাটুর জেলার বাসিন্দা। ওই শহরের একটি পেট্রোল পাম্পে কাজ করতেন তিনি। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। গেল এক বছরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তারা পালিয়ে যায়। পরে বিয়েও সেরে ফেলেন। খবরে বলা হয়, শনিবার ওই কিশোর ও তরুণী কোয়েম্বাটুরে ফিরে আসেন। এরপর ঘর ভাড়া নিয়ে এক সাথে থাকতে শুরু করেন। এর মধ্যে ওই কিশোরের মা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, তার ছেলেকে ওই তরুণী ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেছেন। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইনে মামলা দায়ের করেন তিনি। তবে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই নাবালককে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তরুণীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।