Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানে নতুন তালেবান সরকারের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে চীন। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেনের সাথে এক টেলিফোন আলাপে এমন আহবান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর রয়টার্সের। ওই ফোনালাপের পর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক স¤প্রদায়ের উচিত আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের সাথে আলোচনায় বসা এবং তাদের ‘ইতিবাচক দিকনির্দেশনা’ দেয়া। ওয়াং বলেন, আফগানিস্তানকে অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান, নতুন সরকারকে স্বাভাবিকভাবে কাজকর্ম চালাতে সাহায্য করা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুদ্রার অবমূল্যায়ন বন্ধ করা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া বন্ধ করতে ওয়াশিংটনের উচিত আন্তর্জাতিক স¤প্রদায়ের সাথে কাজ করা। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রের উচিত দেশটিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে এবং সহিংসতা বন্ধে সাহায্য করা। এসময় যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী নীতি বা ‘বাছাইকৃত’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না করারও পরামর্শ দেন ওয়াং। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘দ্রæত প্রত্যাহারের’ ফলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ‘পুনর্গঠিত এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে’ পারে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওয়াশিংটনের আমন্ত্রণে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, বিøনকেন এবং ওয়াং ‘আফগান ও বিদেশি নাগরিকদের নিরাপদ যাত্রা এবং ভ্রমণের স্বাধীনতার বিষয়ে তালেবানরা যে প্রতিশ্রুতি দিয়েছে এজন্য তাদের দায়বদ্ধ রাখতে আন্তর্জাতিক স¤প্রদায়ের গুরুত্বের কথা বলেছেন। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ