মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি অপ্রত্যাশিতভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন নাগরিকরা জুলাইয়ের তুলনায় আগস্টে ব্যয় কিছুটা বাড়িয়েছিল। যদিও উচ্চমূল্যস্ফীতির কারণে খাবার ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রে ব্যয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি বাণিজ্য বিভাগ জানিয়েছে, আগস্টে দেশটির খুচরা বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। যেখানে জুলাইয়ে এ বিক্রি দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে গ্যাস স্টেশনের বিক্রি এ হিসাবের বাইরে রয়েছে। গত মাসে এ বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। মূলত যানবাহনের উচ্চ ব্যয় আগস্টের খুচরা বিক্রি বাড়াতে অবদান রেখেছে। গত মাসে মোটরগাড়ি ও যন্ত্রাংশ ডিলারদের বিক্রি ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গাড়ি বিক্রির হিসাব বাদে দেশটির খুচরা বিক্রি দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।