Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনি জামিন পাওয়ায় যা বললেন অঞ্জনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরআগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ২টায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এদিকে পরীমনির জামিন পাওয়ায় ভীষণ খুশি এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা। নিজের ফেসবুক ওয়ালে পরীমনির সঙ্গে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।

সেই স্ট্যাটাসে অঞ্জনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ পরীমনির জামিন মঞ্জুর। সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরো সুন্দর করবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সু-অভিনয় দিয়ে আমি এই আশীর্বাদ করি। পরীমনির পাশে আমি সবসময় ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো।’

তিনি আরো লিখেছেন, ‘পরীকে নিয়ে আমার দেয়া স্ট্যাটাসগুলো এখনো আমার প্রোফাইলে আছে সবগুলো পজিটিভ আমি ওর পক্ষেই লিখেছি। কেউ বিভ্রান্তমূলক কমেন্ট করার আগে স্ট্যাটাসগুলো দেখে আসবেন আশা করি।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

পরীমনিকে গ্রেফতারের দুইদিন পরই তরিঘরি সংবাদ সম্মেলন করে তার সদস্যপদ স্থগিত করে শিল্পী সমিতি। সেই সংবাদ সম্মেলনে হাজির ছিলেন অঞ্জনা। শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্যও তিনি। সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমে সেদিন পরীমনি ইস্যুতে অঞ্জনা বলেন, ‘সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া ঠিক না। শুধু পরীমনির নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’

সে সময় তিনি আরও বলেন,‘সে (পরীমণি) ঘরের মধ্যে কী করল সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’



 

Show all comments
  • Anwar ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৫ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ