মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকানদের ফিরিয়ে নিতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপনপথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে একটি 'গোপন ফটক' ও 'কল সেন্টার' প্রতিষ্ঠা করেছিল।
অপর এক কর্মকর্তা সিএনএনকে জানান, তালেবানের সাথে এই সমঝোতা 'চমৎকারভাবে কাজ' করে।
আমেরিকান দুই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমেরিকানদের বিমানবন্দরে প্রবেশের আগে 'জড়ো হওয়ার কেন্দ্রগুলোতে' নিয়ে আসা হয়। এই কাজেই তালেবান সহযোগিতা করে। বিমানবন্দরের কাছাকাছি প্রতিষ্ঠিত ওই কেন্দ্রগুলোতেই মার্কিন কর্মকর্তারা জড়ো হওয়া আমেরিকানদের পরিচয় যাচাই করে এবং পালানোর জন্য বিমানবন্দরে জড়ো হওয়া বিপুলসংখ্যক আফগানকে এড়িয়ে গোপন পথে বিমানবন্দরের ভেতরে নিয়ে যায়।
পালাতে আগ্রহী আমেরিকানরা ও আমেরিকান পাসপোর্টধারী অনেকে যখন শুনেছিল যে তাদেরকে তালেবান পাহারা দিয়ে বিমানবন্দরে নিয়ে যাবে, তখন তা তারা বিশ্বাসই করতে পারেনি। কিন্তু তালেবানের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দরে চলে আসে।
এক কর্মকর্তা বলেন, কোনো কোনো দিন তালেবান কয়েকবার করেও আমেরিকানদের বিমানবন্দরে নিয়ে আসে। আমেরিকানদের জড়ো করার একটি কেন্দ্র ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন। এটি ছিল বিমানবন্দরের সামান্য দূরে।
জুলাই থেকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অন্তত এক লাখ ২২ হাজার লোককে বিমানে করে সরিয়ে নেয়া হয়। আর সরিয়ে নেয়া আমেরিকানের সংখ্যা ছয় হাজারের বেশি। সূত্র : সিএনএন, আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।