Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের সঙ্গে ভারতের প্রথম বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৯:০৮ এএম

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে প্রথম আনুষ্ঠানিক আলোচনা করেছে প্রতিবেশী ভারত। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, তালেবানের পক্ষ থেকে অনুরোধ জানালে তাতে সাড়া দেয় ভারত, তারই প্রেক্ষিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের আলোচনায় আফগানিস্তানে থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়েছে।

চিরপ্রতিদ্বন্দ্বি দেশ পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারে আলোচনা করেছেন।

আফগানিস্তানের মাটি যেন ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য তালেবান নেতাকে আহবান জানান রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। রাষ্ট্রদূতের এ আহবান গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানিয়েছেন তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব ইস্যুতে দিল্লিকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তালেবান নেতা আব্বাস স্টানেকজাই। তবে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সম্প্রতি সংগঠনটির রাজনৈতিক প্রধান বলেছিলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সুসম্পর্ক চান তারা।
নতুন করে ক্ষমতায় ফেরা তালেবানের স্থায়ীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে গত ২০ আগস্ট টুইটারে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে বলা হয়, সন্ত্রাসের ভিত্তিতে কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে একটি সাম্রাজ্য। তবে সেটির অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না।

এর সপ্তাহখানেক পরে কাবুলে সরকার গঠনের দ্বারপ্রান্তে থাকা তালেবানের অন্যতম শীর্ষ নেতা শাহাবুদ্দিন দিলওয়ার রেডিও পাকিস্তানকে একটি সাক্ষাৎকার দেন। তাতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, সরকার পরিচালনায় তাদের সক্ষমতা শিগগিরই জানতে পারবে ভারত। সেইসঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করতে দিল্লিকে সতর্ক করে বলা হয়, শ্রদ্ধাবোধের ভিত্তিতে সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় তালেবান।

এর আগে চলতি মাসের মাঝামাঝি কাবুল দখলের পর তালেবানের সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্য কূটনৈতিক বৈঠক করে চীন। তার পরদিন তালেবানের সঙ্গে প্রথম বৈঠক করে তুরস্ক। দুটি বৈঠকই দেশটির রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়। সূত্র : রয়টার্স



 

Show all comments
  • ABU ABDULLAH ১ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৯ এএম says : 0
    মনে হচ্ছে হিন্দুস্থানীরা আশরাফ গণির আমলে আফগানের মাঠিতে বসে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের চক কশিত তাই এখন হিন্দুরা আফগানিস্তান থেকে যখন ধুয়ে মুছে গেলে এখন তাদের ভয় তাদের মত পাকিস্তানিরা নাকী হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাসের চক কষে সুতরাং প্রমাণিত হয় পাকিস্তানের মাঠিতে যত সব সন্ত্রাস সংঘটিত হয়েছে সব হিন্দুদের ছকেই হয়েছে বলে
    Total Reply(0) Reply
  • Hazi Ramzan Sharif Rajeeb ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ পিএম says : 0
    ভারতীয় মিডিয়াগুলো যেভাবে তালেবানদের সম্পর্কে নিউজ প্রচার করছে আবার তাদের সাথে বৈঠকে বসছে ভারত !
    Total Reply(0) Reply
  • Altaf ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ পিএম says : 0
    কথিত জঙ্গিরা এখন কেন হয়ে গেল সঙ্গী? ভারতের আসলেই লজ্জা নেই!
    Total Reply(0) Reply
  • টুটুল ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ পিএম says : 0
    এটাই বাস্তবতা
    Total Reply(0) Reply
  • Hm Jasim Uddin Shakib ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:১১ পিএম says : 0
    কিছুদিন পর সবাই দেখতে পাবে, ভারত তালেবান কে সমর্থন করছে
    Total Reply(0) Reply
  • abul kalam ১ সেপ্টেম্বর, ২০২১, ২:৪৪ পিএম says : 0
    India is a such type country, never believeable to muslims
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ