Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাংবাদিকতা সম্পর্কে জেনেই এর সাথে যুক্ত হয়েছি : মৌসুমী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ছোটপর্দার নির্মাতা আশুতোষ সুজনের ‘দেশান্তর’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মিত হবে। মৌসুমী জানান, সিনেমাটির কেন্দ্রীয় চিরত্রে অভিনয় করছেন। আমার আগের সব সিনেমার চরিত্র থেকে এটি একেবারে আলাদা। সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসে এর শুটিং শুরুর কথা রয়েছে। মৌসুমী বলেন, সিনেমাটির কাহিনী, চরিত্র ও নির্মাণ পরিকল্পনা শুনেই কাজটি করছি। আশুতোষ সুজনের পরিচালনায় এর আগে টিভি নাটকে অভিনয় করেছি। তখন দেখেছি, সুজন অনেক যত্ন নিয়ে কাজ করেন। তার কাজের প্রতি আমার আস্তা আছে। তিনি জানান, এছাড়া এ মাসে জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার কাজ শুরু করবেন। এরপর মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ এবং আবু তৌহিদ হিরনের নাম চ‚ড়ান্ত না হওয়া একটি সিনেমায় অভিনয় করবেন। এদিকে, মৌসুমী ভিশন-২০২১ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে অনেক সাংবাদিকের মুখোমুখি হয়েছি। সাংবাদিকতা সম্পর্কে জেনেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই পত্রিকাটির সঙ্গে যুক্ত হয়েছি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ