প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতের কোনও সীমান্ত বা ভাষার বাধা নেই। তারই প্রমাণ সা¤প্রতিক শ্রীলঙ্কার গান ‘মানিকে মাগে হিথে’। বিশেষ করে দক্ষিণ এশিয়ার শ্রোতারা এই গানটিকে লুফে নিয়েছে। শুধু ভারত, বাংলাদেশ, মালদ্বীপ নয় মধ্যপ্রাচ্যেও গানটি জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে গানটির ভিউ হয়েছে ৭ কোটির বেশি আর টিকটক ও এর মত অ্যাপগুলোতে গানটির লিপসিঙ্ক বা ব্যবহার হয়েছে আরও অনেক কোটি বার। ইয়োহানি ডি সিলভার কণ্ঠে গীত গানটির প্যারোডি ও ভাষান্তর হয়েছে অনেকবার। এই গানটিকে ভিত্তি করে ইয়োহানি শ্রীলঙ্কার প্রথম নারীর মর্যাদা পেয়েছেন তার সাবস্ক্রাইবার এক মিলিয়ন ছাড়িয়েছে। সিংহলী ভাষায় ‘মানিকে মাগে হিথে’ প্রথম গেয়েছিলেন সাথিসান রতনায়কা। গানটি লিখেছেন দুলান এআরএক্স। ইয়োহানিরটি প্রধানত একটি কাভার সংস্করণ, যেটি ইউটিউবে আপলোড হয় এই বছরের মে মাসে। গানটি ইউটিউবে অসামান্য সাফল্য পাবার পর গত মাসে তামিল ও মালয়ালম সংস্করণ রেকর্ড করা হয়। স¤প্রতি বের হয়েছে ইংরেজি ও হিন্দি কাভার। গানটি এমনকি বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনকেও মুগ্ধ করেছে। তিনি জানান বারবার গানটি শুনলেও তার আবার গানটি শুনতে মন চায়। কণ্ঠশিল্পী, গীতিকার, র্যাপ গায়িকা, সফল ব্যবসায়ী ইয়োহানির (২৮) বাবা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রসন্ন ডি সিলভা, মা দিনিথি ডি সিলভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।