নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার লিয়াম প্লাঙ্কেট যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট মেজর লিগে তিনি কায়া ওভালের হয়ে খেলবেন। ইংল্যান্ডের হয়ে প্লাঙ্কেট ১৩ টেস্টের পাশাপাশি খেলেছেন ৮৯টি ওয়ানডে ম্যাচ। আর ইংলিশদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২২টি। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ৪২ রানে ৩ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ডানহাতি পেসার।
তিনি ইংল্যান্ডের ঘরোয়া আসর শুরু করেছিলেন ডারহামের হয়ে। ৩৭ বছর বয়সী এই পেসার এরপর খেলেছেন ইয়র্কশায়ারের হয়ে। সর্বশেষ তিন মৌসুম তিনি সারের হয়ে মাঠে নেমেছেন।
যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পেরে দারুণ রোমাঞ্চিত প্লাঙ্কেট। তিনি মেজর লিগ ক্রিকেট দিয়ে তার ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করবেন। যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে পেরেই আনন্দিত তিনি, ‘আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে। মেজর লিগ ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত এবং আমার লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্নয়নে সাহায্য করা।’
ইংল্যান্ডের পাট চুকিয়ে দেয়ার পরও দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি, 'ইংল্যান্ডের হয়ে আমার ক্যারিয়ার দারুণভাবে উপভোগ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আমি দারুণ উচ্ছসিত যুক্তরাষ্ট্রের খেলাধুলার উন্নয়নে অংশ নিতে পেরে। আমি খেলোয়াড় ও কোচ হিসেবে অবদান রাখতে চাই।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।