Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহস্যজনক জ্বরে শিশুসহ ৬৮ জনের মৃত্যু ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গত এক সপ্তাহে রহস্যজনক জ্বরে আক্রান্ত হয়ে ভারতে ৬৮ জন মারা গেছেন। এরমধ্যে ৪০ শিশু রয়েছে। দেশটির উত্তর প্রদেশে স¤প্রতি অজানা জ্বরে এমন মৃত্যু ঘটেছে। মৃতদের বেশিরভাগের উচ্চ জ্বর, পানিশ‚ন্যতাসহ একাধিক উপসর্গ ছিল। এতে নতুন করে ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। দুইমাস আগেও করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত দেখেছে ভারত। ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট ফাঙ্গাসের মতো প্রাণঘাতী রোগে ভুগেছে এশিয়ার এই দেশটির বহু মানুষ। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো অবস্থানে। এর মধ্যে অজানা জ্বরের খবরে ছড়িয়েছে দেশটিতে। উত্তর প্রদেশের আগ্রা, মথুরা, মইনপুরী জেলা থেকে রহস্যজনক জ্বরে মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রদেশটির ফিরোজাবাদে এমন রোগী সবচেয়ে বেশি। অনেকের আবার ডেঙ্গুর লক্ষণ রয়েছে। জেলাগুলোর পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে বিধানসভার সদস্য মণীশ অসিজা। তার মতে, জলাবদ্ধতা, স্যানিটেশনের অভাব এবং স্বাস্থ্যবিধি না মানায় এই রোগ দেখা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, ফিরোজাবাদ মেডিক্যাল কলেজে ১৩৫-এর মধ্যে ৭২ শিশুর অবস্থায় গুরুতর। তাদের মধ্যে ৫০ শতাংশের ডেঙ্গুর লক্ষণও রয়েছে। স্পুটনিক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ