নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে পা রাখছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ১৯ সেপ্টেম্বর উজবেকিস্তানে শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ইরান ও জর্ডান। এই টুর্নামেন্ট খেলতে উজবেকিস্তানে যাওয়ার আগে সাবিনা খাতুনরা নেপাল মিশনে যাচ্ছেন। সেখানে নেপাল জাতীয় নারী দলের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে ৬ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে রওয়ানা হবে লাল-সবুজের মেয়েরা। পোখরায় ৯ ও ১২ সেপ্টেম্বর ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। এরপর ১৪ সেপ্টেম্বর নেপাল থেকেই উজবেকিস্তানে উড়াল দিবেন সিরাত জাহান স্বপ্না ও তহুরা খাতুনরা। হিমালয়ের দেশে প্রস্তুতি ম্যাচ খেলে ভুল-ক্রুটি শুধরানোর লক্ষ্য তাদের। তবে বাংলাদেশের মেয়েদের আসল লক্ষ্য ২০২২ সালে ভারতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে খেলা। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। এসময় উপস্থিত ছিলেন বাফুফের মহিলা ফুটবল উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।