Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের পরিবর্তন সাফে বাংলাদেশের সূচি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৭:০৫ পিএম

দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্টের খেলা। তবে সাফের সূচিতে দ্বিতীয় দফা পরিবর্তন এনেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এবার অবশ্য খুব বড় ধরণের কোনো পরিবর্তন আসেনি। ১ অক্টোবর টুর্নামেন্টের প্রথম দিনের দুটো ম্যাচের সময়ে অদলবদল এসেছে। বিকালের ম্যাচ চলে গেছে রাতে ও রাতের ম্যাচ চলে এসেছে বিকালে। আগের সূচি অনুযায়ী উদ্বোধনী দিন বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ ছিল রাত নয়টায় আর স্বাগতিক মালদ্বীপ ও নেপাল ম্যাচ ছিল বিকাল চারটায়। এখন পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচটি হবে বিকালে ও মালদ্বীপের ম্যাচ রাতে।

কেন হঠাৎ এই সূচি পরিবর্তন? এ সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল মঙ্গলবার বলেন, ‘স্বাগতিক মালদ্বীপ দ্বিতীয় ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান করতে চায়। এজন্য মালদ্বীপ তাদের ম্যাচটি রাতে খেলতে চায়।’ মালদ্বীপের এই ইচ্ছায় সায় দিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে বদলে গেছে ম্যাচের সময়। সাফ সাধারণ সম্পাদক যোগ করেন, ‘এই চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে আমরা আলোচনা করি। তারা বিকালে খেলতে রাজি হওয়ায় সূচিতে পরিবর্তন এসেছে।’

খেলার সময় পরিবর্তন হয়েছে ঠিকই তবে উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে, তার চূড়ান্ত পরিকল্পনা এখনো দিতে পারেনি মালদ্বীপ। উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে হেলাল বলেন, ‘লাইট শো, নৃত্য পরিবেশন থাকতে পারে। এখনো চূড়ান্ত কিছু জানায়নি মালদ্বীপ। তবে সাফের পক্ষ থেকে বলা হয়েছে করোনকালে স্বাস্থ্যবিধি ও বায়ো-বাবল বিবেচনা করেই অনুষ্ঠান করতে।’

টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৮ আগস্ট ম্যাচের সূচি প্রকাশ করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। যেখানে ১ অক্টোবর সাফ শুরু হয়ে ফাইনাল রাখা হয়েছিল ১৩ অক্টোবর। আর উদ্বোধনী দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে রাখা হয়েছিল ৩ অক্টোবর। কিন্তু প্রকাশের তিন দিন পরই প্রথমবার সূচিতে পরিবর্তন আনে সাফ। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ-ভারত ম্যাচ রাখা হয় ৪ অক্টোবর। ৭ অক্টোবর বাংলাদেশ-মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপাল-বাংলাদেশ ম্যাচ রাখা হয়। আর ফাইনালের নতুন দিনক্ষণ নির্ধারণ হয় ১৬ অক্টোবর। ওই সূচি ঠিক রেখেই এবার ম্যাচের সময়ে পরিবর্তন আনলো আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ