প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘মনপুরা’খ্যাত গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন' অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। ছোটগল্পের নাম অনুসারেই ফিচারফিল্মের নামকরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি সত্যি আপ্লুত। কারণ গিয়াসউদ্দিন সেলিম আমার সব সময়ের পছন্দের নির্মাতা। তার মনপুরা দেখার পরই মুগ্ধতা কাজ করতে শুরু করে। তার সিনেমা মানেই অন্যরকম গল্প। চেনামুখকে নতুনভাবে দেখা, নতুনভাবে আবিষ্কার করা। সেই পরিচালকের সঙ্গে কাজের ইচ্ছা সব সময়ই ছিল। এবারই প্রথম নয়, এর আগেও তার একাধিক কাজে আমি কাজ করবো করবো করেও করা হয়নি। ফাইনালি ‘গুনিন’-এ সেই যাত্রা শুরু হলো। আমি হচ্ছি তার ‘রাবেয়া’।’
তিনি আরও বলেন, ‘ছবিটির গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। আমার রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। চরিত্রটি মানুষ মনে রাখবে অনেক দিন। এতদিন নুসরাত ফারিয়াকে দর্শক যেভাবে দেখেছেন এটি তা থেকে একেবারেই বিপরীত মেরুর সিনেমা। ফলে আমাকে প্রস্তুতিও নিতে হবে সেভাবে।’
গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘ছবিটির গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। এটি একটি দেশীয় ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।’
অক্টোবর থেকে গুনিন এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা । পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ লিখছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, নায়লা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী সরকার অপুসহ অনেকেই।
উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ছবি 'পাপ-পুণ্য', যেটি স্কুল-কলেজ খুললেই মুক্তি পাবে। অন্যদিকে নুসরাত ফারিয়ার মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।