বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সদর উপজেলায় রাস্তার পাশের ডোবা থেকে এক যুবকের পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রহিম (১৮) সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমেদের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর বাঞ্ছারাম গ্রাম থেকে সুধারাম থানার পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় চৌকিদার আবদুজ জাহের জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় এলাকাবাসী নিহত রহিমের পা বাধা মরদেহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে পার্শ্ববর্তী ২০নং আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা। কে বা কাহারা তাকে হত্যা করে এখানে মরদেহ পেলে যায়।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।