Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

সংখ্যালঘুদের ভোটাধিকার হরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নিয়ন্ত্রিত বিভিন্ন রাজ্যে ভোটাধিকারের নতুন আইন করা হয়েছে। সমালোচকরা বলছেন, এই আইনের ফলে সংখ্যালঘুদের ভোট প্রদান কঠিন হয়ে পড়বে। ওয়াশিংটন ডিসি, হিউস্টন, মিয়ামি ও আটলান্টাসহ বিভিন্ন শহরে ২৮ আগস্ট এই বিক্ষোভ করার পেছনেও ইতিহাস আছে। কারণ ১৯৬৩ সালের এই দিনে তৎকালীন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে ভোটাধিকারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল যেখানে আড়াই লাখের মতো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এবারের বিক্ষোভে অংশ নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়র (তৃতীয়) অংশ নেন। তিনি বলেন, মার্কিন গণতন্ত্রের নিরাপত্তার জন্যই প্রত্যেকের ভোটাধিকার সমান থাকা উচিত। গত জানুয়ারি থেকে অন্তত ১৮টি রাজ্যে কমপক্ষে ৩০ কঠোর নির্বাচনি আইন পাশ হয়েছে। আরো কিছু রাজ্যে পাশ হওয়ার অপেক্ষায়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার নিয়ে হাজির হন। এতে ‘ব্ল্যাক ভোটারস ম্যাটারস’, ‘আমাদের ভোটকে সুরক্ষিত করুন’, ‘ভোট একটি পবিত্র বিষয়’, ‘কারো ভোটাধিকারকে থামিয়ে দেওয়া উচিত নয়’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ছিল। রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ