প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘দেশান্তর’ সিনেমা। বাংলা একাডেমী, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পাঠকপ্রিয় এই উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করতে যাচ্ছেন প্রিয়দর্শিনী মৌসুমী। এই সিনেমাটি নির্মাণ করবেন ছোটপর্দার মেধাবী নির্মাতা আশুতোষ সুজন।
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে মৌসুমী বলেন, ‘এর আগেও আমি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছি। অন্নপূর্ণার গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমন একটি চরিত্রে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দ আছে। আশা করছি কাজটা শেষ করতে পারলে ভালো একটা সিনেমা পাবেন দর্শক।’
মৌসুমী আরও বলেন, ‘আশুতোষ সুজনের পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। এবার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। সুজন বেশ যত্ন নিয়ে কাজ করে। যেহেতু এবার সুজন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, তাই কাজের প্রতি আরো বেশি আত্মবিশ্বাসী এবং মনোযোগী হয়ে উঠেছে। আমার বিশ্বাস অন্নপূর্ণা-একটি ভালো সিনেমাই হবে। এই সিনেমার পুরো ইউনিটই আন্তরিকভাবে কাজ করে সিনেমাটির কাজ শেষ করে দর্শককে উপহার দিবে। বাকিটা সময়ই বলে দিবে।’
নির্মাতা আশুতোষ সুজন জানান, ‘ছবিটির গল্পে অন্নপূর্ণা চরিত্রটি পাঠকপ্রিয়। তাই একে পর্দায় ফুটিয়ে তোলা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নিতে গিয়ে বারবার মনে হয়েছে অভিনেত্রী মৌসুমীকেই প্রয়োজন। তিনি এ চরিত্রের জন্য পারফেক্ট। তাকে চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবরে ছবিটির শুটিং শুরু করবো।’
সুজন আরো জানান, ‘ছবিটিতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। এর আগে মৌসুমী-রুবেলকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।’
সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। মৌসুমী ও আহমেদ রুবেল ছাড়া এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ইয়াশ রোহানের অভিনয়ের কথা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে আশুতোষ সুজন ‘আমার বাবা’ নামের একটি সিনেমার নির্মাণ কাজ শুরু করেছিলেন। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের প্রযোজনায় ছবিটি নির্মিত হওয়ার কথা ছিলো। সেই সিনেমাতেও চুক্তিবদ্ধ ছিলেন মৌসুমী। তবে অর্থনৈতিক জটিলতায় ছবিটির কাজ আর শেষ হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।