বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদুরে তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার রাত ১২টা ৪০ মিনিটের সময় উথলী স্টেশনের সামনে লুপ লাইন থেকে প্রধান লাইনে যাওয়ার সময় বগিগুলো লাইনচ্যুত হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনছারবাড়ীয়া এবং সাবদালপুর স্টেশনে ৪টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে নাটোরের উদ্দ্যেশে ছেড়ে আসা ৩০টি বগি নিয়ে তেলবাহী ট্রেনটি রাতে উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার সময় ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার মুহুর্তে ৪টি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এলাইনে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও জানান, এ ঘটনার পর ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭ টার সময় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা ১২ পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।